আন্তর্জাতিক

করাচি বিমানবন্দরের কাছে আবার হামলা

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার মাত্র একদিন পরেই এর কাছে আবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এলাকায় নতুন করে এ হামলা চালানো হয়। সহিংসতায় হতাহতের খবর জানা যায়নি।

বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর (এএসএফ) দুই নম্বর ক্যাম্পে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজ।

এ ঘটনায় আবারো করাচি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুটি ভিন্ন প্রবেশমুখ দিয়ে অস্ত্রধারীরা প্রশিক্ষণ এলাকায় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালায়। চার থেকে পাঁচজন অস্ত্রধারী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। এর আগে, রোববার মধ্যরাতে ওই বিমানবন্দরে তালেবান সদস্যদের হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়। এদিকে, বিমানবন্দরে হামলার জবাবে মঙ্গলবার তালেবান অধ্যুষিত তিরাহ উপত্যকায় পাকিস্তান সেনাবাহিনীর চালানো বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন।

তথ্যসূত্র : ডন ও এনডিটিভি।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/রফিক