আন্তর্জাতিক

মস্কোর কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ তে পৌঁছেছে। শনিবার রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে নিহতের সংখ্যা ৬০ বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়তে শুরু করে।

বার্তা আদান-প্রদান অ্যাপ টেলিগ্রামে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। তাদের জরুরি সেবা বিভাগের কর্মীদের কনসার্ট ভেন্যু থেকে মৃতদেহ উদ্ধার করতে দেখা গেছে। 

কমিটি বলেছে, ‘বর্তমানে নিহতের সংখ্যা ১১৫।’ এখনও হলটিতে উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছে কমিটি।