আন্তর্জাতিক

সমলিঙ্গের বিয়ের অনুমোদন দিলো থাইল্যান্ড

সমলিঙ্গের বিয়ের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড। বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে থাইল্যান্ডের পার্লামেন্ট এ অনুমোদন দিয়েছে।

পার্লামেন্টের নিম্নকক্ষের ৪১৫ জন আইনপ্রণেতার মধ্যে ৪০০ জন সমলিঙ্গের বিয়ের বৈধতার বিলটির পক্ষে ভোট দিয়েছেন। অবশ্য এর পরের ধাপে সিনেটে এবং চূড়ান্ত পর্যায়ে রাজার অনুমতি লাগবে বিলটিতে।

চান্যা রত্তনাথদা নামে এক কমী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘থাইল্যান্ড অবশেষে গৃহীত হয়েছে এবং সত্যিকারের 'এলজিবিটিকিউআইয়ের স্বর্গ' হিসাবে স্বীকৃত হয়েছে।’

প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টির একজন সাংসদ টুনিয়াওয়াজ কমলওংওয়াট বলেছেন, ‘আজ, সমাজ আমাদের কাছে প্রমাণ করেছে যে তারা এলজিবিটি অধিকারের বিষয়ে যত্নশীল।এখন আমরা অবশেষে অন্যদের মতো একই অধিকার পাব।’