আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত

সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির অন্তত ৩৬ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি।

সিরিয়ার মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) ভোর রাতের দিকে আলেপ্পো প্রদেশের জিবরিন এলাকায় একটি গুদামে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো হামলায় সামরিক কর্মী নিহত ও বেসামরিক মানুষ আহত হয়েছেন।