আন্তর্জাতিক

আরও একটি সীমান্তে আত্মসমর্পণ মিয়ানমারের সেনাবাহিনীর

ক্ষমতা দখলের তিন বছরের মাথায় মিয়ানমারের সামরিক জান্তা আরেকটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এবার পূর্ব সীমান্তে থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া অঞ্চলে পরাজয়ের শিকার হয়েছে জান্তা।

বিবিসি জানিয়েছে,  সেনারা কারেন বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত শহর মায়াওয়াদ্দি রক্ষাকারী শত শত সেনা এখন আত্মসমর্পণ করতে রাজি হয়েছে।

থাইল্যান্ডের সাথে মিয়ানমারের স্থল বাণিজ্যের বেশিরভাগই মায়াওয়াদ্দির মধ্য দিয়ে হয়ে থাকে।

শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন জানিয়েছে, মায়াওয়াদ্দি থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিনাং শহরে অবস্থিত একটি ব্যাটালিয়ন আত্মসমর্পণ করেছে। 

বিবিসি জানিয়েছে, শনিবার  কারেন বাহিনী মায়াওয়াদ্দির ভিতরে থাকা সেনাবাহিনীর অবশিষ্ট ব্যাটালিয়নের সাথে আলোচনা করছে। তারাও আত্মসমর্পণ করতে রাজি হয়েছে।