বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান সরকার। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান বুধবার বলেছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছে। বাংলাদেশে আন্তরিকভাবে শান্তিপূর্ণ ও দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রত্যাশা করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরে টানাপোড়েন ছিল, বিশেষ করে শেখ হাসিনার আমলে। তার শাসনামলে বিরোধী নেতৃবৃন্দের মৃত্যুদণ্ডের ঘটনায় সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া বাংলাদেশ, ভারতের সাথে একত্রিত হয়ে ২০১৬ সালে পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করে। এ ঘটনায় সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য পরিবর্তন নিয়ে জল্পনা চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহে ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন।
সাম্প্রতিক ঘটনাবলী পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উন্নতি, সম্ভাব্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।