আরজি কর হাসপাতালের ঘটনার পানি গড়াল ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্বতঃপ্রণোদিতভাবে মামলা হাতে নিয়েছে শীর্ষ আদালত। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত সূত্র জানিয়েছে, সোমবার আদালত বন্ধ থাকছে। পরের দিন মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। আরজি করের পুরো বিষয়টির উপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি, হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এ ছাড়া কর্মস্থলে নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত।
হাই কোর্টে ওই ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট নিজে ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। ফলে আপাতত সেখানে সিবিআই তদন্তসহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে।
৯ আগস্ট আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ, প্রতিবাদ শুরু হয়। অনেক হাসপাতালে কর্মবিরতি করেন চিকিৎসকদের একাংশ। আরজি কর ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। উচ্চ আদালত পুলিশের হাত থেকে মামলা নিয়ে সিবিআইকে দিয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।