আন্তর্জাতিক

ধর্ষণ রুখতে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব!

কমল কুমার হালদার, কলকাতা : অতিরিক্ত মোবাইল ব্যবহারই ধর্ষণ এবং শ্লীলতাহানির জন্য দায়ী! এমনটা মনে করে ভারতের কর্নাটক রাজ্য সরকার স্কুল-কলেজ পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব উঠেছে বিধান সভায়।এ ব্যাপারে মহিলা ও শিশুকল্যাণ কমিটির এক নেতা বলেন, ‘মোবাইল ফোন দেখিয়ে মেয়েদের প্রলুব্ধ করে লোকান্তরে নিয়ে তাদের ধর্ষণ করা হয়। মোবাইল ফোন স্কুল-কলেজে পড়াশোনার পরিবেশও নষ্ট করছে। এ জন্য সরকারের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে।’কমিটির চেয়ারপার্সন শকুন্তলা শেঠি এই সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দেখিয়ে বলেন, মেয়েরা মিসড্ কলের উত্তর দিয়ে অনেক সময় বিপদে পড়ছে এমন নজীর ভুরি ভুরি আছে। তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা খুবই প্রয়োজন। কারণ, বয়স বাড়লে বিচার-বুদ্ধিও বাড়বে। আর কোনটা ঠিক বা কোনটা ভুল তা নিজেরাই ঠিক করতে পারবে। একটা নির্দিষ্ট বয়সের পর মোবাইল ব্যবহার করলে অনেকাংশে তারা সুরক্ষিত থাকবে।’তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘তিন কলেজ ছাত্র একটি মেয়েকে মোবাইলে ফোনে প্রলুব্ধ করে একটি নির্মীয়মাণ বাড়িতে ডেকে নেয়। ধর্ষণ এড়াতে পরে সেই মেয়েটি ওই বাড়ি থেকে মরণ-ঝাঁপ দিতে বাধ্য হয়। এ জন্য অপ্রাপ্ত বয়স্ক ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা জরুরী।’

রাইজিংবিডি/কলকাতা/১৪ জুলাই ২০১৪/সন্তোষ