আন্তর্জাতিক

সিরিয়ার রাজধানীর কাছাকাছি ইসরায়েলি ট্যাংক

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাংক। দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্র এবং একটি সিরিয়ার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনারা রাজধানী দামেস্কের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পৌঁছেছে কাতানা এলাকায় পৌঁছেছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।

রোববার বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েল দেশটির এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ওই দিন থেকেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাতে শুরু করে।

সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ইসরায়েলি বাহিনী লাতাকিয়া বন্দরে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর সিরিয়ার নৌবাহিনীর সম্পত্তিতে আঘাত হানছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার থেকে এ পর্যন্ত ইসরায়েল সিরিয়ার ওপর ৩০০ বিমান হামলা চালিয়েছে।