আন্তর্জাতিক

মরতে মরতে বেঁচে এলেন এক ‘সেলফি গার্ল’

ডেস্ক রিপোর্ট : নিজেতে নিজেই মজে হুঁশ হারিয়ে ফেলে মরতে মরতে বেঁচে এলেন এক তরুণী। নিজের হাতের মোবাইল ফোন সেটটিতে নিজের ছবি তোলার নেশায় এতটাই বেঘোরে হলেন যে, সেতু থেকে টুপ করে পড়ে গেলেন খরস্রোতা নদীর জলে। হাবুডুবু খেলেন পাক্কা তিন ঘন্টা।

আশার কথা, অবশেষে জীবিতই উদ্ধার হয়েছেন এই বেহুঁশ ‘সেলফি গার্ল’।

ঘটনাটি ঘটে ভারতের ছত্তিশ গড়ের রায়পুরে বৃহস্পতিবার। ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার। সেতুর উপর দাঁড়িয়ে বিভিন্ন পোজে নিজের মোবাইলে নিজের ছবি তুলছিলেন ভূমিকা নামের ২২ বছরের ওই তরুণী।

এদিন ছবি তোলায় তিনি এতটাই বিভোর ছিলেন যে, কখন সেতুর কিনারায় এসে গিয়েছিলেন তা বুঝতেও পারেননি। ছবি তুলতে তুলতেই উল্টে পড়লেন খরস্রোতা নদীর জলে। স্রোতে প্রায় সাত কিলোমিটার দূরে ভেসে যান ভূমিকা।

তার চিৎকার শুনে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দিলেন উদ্ধারকারীরাও। তারপর তিন ঘণ্টার যুদ্ধ চালিয়ে তুলে আনা হল তাকে।

ভূমিকা এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় তার বোনও সঙ্গে ছিলেন।

সূত্র : ইন্টারনেট

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৪/টিপু