আন্তর্জাতিক

এলবো ভাইরাসের মহামারি আতঙ্কে লাইবেরিয়া

ডেস্ক রিপোর্ট : এলবো ভাইরাসজনিত মহামারির আতঙ্কে পড়েছে লাইবেরিয়া। দেশটির একজন জ্যেষ্ঠ চিকিৎসক এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এলবো ভাইরাসে আক্রান্ত হয়ে লাইবেরিয়ার ১২৯ জন মানুষ মারা গেছেন। লাইবেরিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী টোলবার্ট নায়েনশ জানিয়েছেন, রাজধানীর অদূরে মোনরোভিয়া শহরে একটি এলবো চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক স্যামুয়েল ব্রিসবেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ডব্লিউএইচও-এর তথ্য মতে, এলবোতে আক্রান্ত হয়ে গায়ানায় ৩১৯ জন এবং সিয়েরালিওনে ২২৪ জন মারা গেছেন। এদিকে এদেশগুলোর স্বাস্থ্যকর্মীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। মাবনদেহ থেকে নিসৃত লালাজাতীয় তরল এ ভাইরাসের সংক্রামক। সিয়েরালিওনের শীর্ষ এলবো চিকিৎসক এতে আক্রান্ত হয়েছেন। একজন মার্কিন চিকিৎসকও এলবোতে আক্রান্ত হয়ে ভুগছেন। যেসব হাসপাতালে বা বিশেষ স্বাস্থ্যকেন্দ্রে এলবোর চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানেই এলবোর সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৪/রাসেল পারভেজ