আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে পদত্যাগ সার্বিয়ার প্রধানমন্ত্রীর

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশজুড়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তিনি পদত্যাগ করা সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা।

নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যুর পর থেকে বেলগ্রেডে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ছাত্র, শিক্ষক এবং অন্যান্য কর্মী সহ হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন, যারা এই বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সরকারের দুর্নীতিকে দায়ী করেছেন।

পদত্যাগের কারণ জানিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভুসেভিচ বলেছেন, “উত্তেজনা কমাতে আমি এই পদক্ষেপটি বেছে নিয়েছি। এর মাধ্যমে আমরা সবচেয়ে উগ্র প্রতিবাদকারীদের সব দাবি পূরণ করেছি।”

ভুসেভিচ ২০২৩ সাল থেকে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি সার্বিয়া প্রগ্রেসিভ পার্টির প্রধান।