ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলোচনার পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং ‘সম্ভবত আরও এক বা দুইজন’ যুদ্ধ বন্ধে কিয়েভের সাথে কাজ করবে। এই সম্মত শান্তি পরিকল্পনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। রবিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাগবিতণ্ডা হয়। এ ঘটনার পর হোয়াইট হাউসের কর্মকর্তারা জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। এর পরেই জেলেনস্কি যুক্তরাজ্যে ছুটে যান ইউক্রেন নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকে যোগ দিতে।
স্টারমার বিবিসিকে বলেছেন, “আমি মনে করি আমরা সঠিক দিকে একটি পদক্ষেপ নিয়েছি। আমাদের এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। কারণ আমাদের তিন বছরের রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। শেষ পর্যন্ত আমাদের স্থায়ী শান্তিতে পৌঁছাতে হবে।”
তিনি বলেন, “যুক্তরাজ্য, ফ্রান্স এবং সম্ভবত আরো এক বা দুইজন, যুদ্ধ বন্ধের পরিকল্পনায় ইউক্রেনের সাথে কাজ করবে এবং এরপর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করব।”