আন্তর্জাতিক

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা

যুক্তরাজ্যে সফরে গিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের বিক্ষোভের মুখে পড়েছেন ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তার ওপর হামলার চেষ্টা চালানো হয়। হামলার নেপথ্যে খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে লন্ডনে চ্যাথাম হাউজ থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জয়শঙ্করের কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, চ্যাথাম হাউজে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থিরা সংগঠনের পতাকা ও মাইক নিয়ে জড়ো হয়েছিলেন রাস্তার পাশে। ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা।

জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এসময় আরো কয়েকজন খলিস্তানপন্থি ভারতের পররাষ্টমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা পররাষ্ট্রমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদীদের ছোট্ট একটি গোষ্ঠী এবং কট্টরপন্থিদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমরা আশা করছি, ব্রিটিশ সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে।”