আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট এবং দুইজন হাসপাতালের কর্মী নিহত হয়েছেন। হেলিকপ্টারটি রোগী পরিবহন শেষে কলম্বাসে ফিরছিল।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মিসিসিপি মেডিক্যাল সেন্টারের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ড. লুঅ্যান উডওয়ার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেলিকপ্টারটির আরোহীরা সকলেই নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে মিসিসিপি মেডিকেল সেন্টারের দুইজন ক্রু সদস্য এবং অন্যজন পাইলট ছিলেন।

উডওয়ার্ড বলেন, “এ ঘটনায় পুরো মেডিক্যাল সেন্টার পরিবার মর্মাহত।”

দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত করছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস ফেসবুকে একটি পোস্টে বলেছেন, “এটি মিসিসিপির এয়ার মেডিক্যাল কর্মীরা আমাদের নিরাপদ রাখার জন্য প্রতিদিন যে ঝুঁকি নেয় তার একটি মর্মান্তিক স্মারক। আমাদের রাজ্যের এই বীরদের আত্মত্যাগ কখনো ভুলবে না।”