কঙ্গো প্রজাতন্ত্রে একটি মোটরচালিত কাঠের নৌকায় আগুন ধরে যাওয়ার পর কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত কঙ্গো নদীতে থাকা নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৫০০ যাত্রী বহন করছিল।
কঙ্গোতে নৌকা দুর্ঘটনা খুবই সাধারণ। দেশটির গ্রামগুলোর মধ্যে পরিবহনের প্রধান মাধ্যম হল পুরানো কাঠের নৌকা। এসব নৌকায় প্রায়শই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বোঝাই করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কর্মকর্তারা অনুমান করছেন যে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে।
এইচবি কঙ্গোলো নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করছিল। এমবান্ডাকা শহরের কাছে গেলে নৌকাটিতে আগুন ধরে যায়।
স্কাই নিউজ জানিয়েছে, প্রায় ১০০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় টাউন হলের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।