উত্তর গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। একইসময় ইসরায়েলি বাহিনী একটি শিশু হাসপাতালে হামলা চালিয়েছে। এ ঘটনায় বুধবার মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের তুফাহ এলাকার ইয়াফা স্কুলে বিমান হামলায় তাঁবু এবং শ্রেণিকক্ষে আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শী উম মোহাম্মদ আল-হোয়াইতি বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ কিছু একটা বিস্ফোরিত হল, আমরা খুঁজতে শুরু করলে পুরো স্কুলে আগুন লেগে যায়। এখানে এবং সেখানে থাকা তাঁবুগুলোতে আগুন লেগেছে, সবকিছুই আগুনে পুড়ে গেছে।”
তিনি বলেন, “মানুষ চিৎকার করছিল এবং পুরুষরা দগ্ধ পুরুষ ও শিশুদের বহন করে নিয়ে যাচ্ছিল।”
চিকিৎসকরা জানিয়েছেন, ছিটমহলজুড়ে পৃথক ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গাজা শহরের দুররা শিশু হাসপাতালের উপরের ভবনেও আঘাত করেছে। এর ফলে নিবিড় পরিচর্যা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সৌর প্যানেল সিস্টেম ধ্বংস হয়েছে। হাসপাতালের হামলায় কেউ নিহত হয়নি।