উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এছাড়া পৃথক হামলায় নিহত হয়েছে আরো ১৬ জন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র একটি বাজারের কাছে অবস্থিত পুলিশ স্টেশনে আঘাত করেছে। এ ঘটনা ১০ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন লোক আহত হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা জাবালিয়ায় হামাস এবং এর মিত্র ইসলামিক জিহাদ পরিচালিত একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ছিটমহল জুড়ে পৃথক বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এর ফলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ১৮ মার্চ জানুয়ারিতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।