আন্তর্জাতিক

আহতদের বাঁচাতে এগিয়ে আসা সাজ্জাদ বললেন ‘ধর্মের আগে মানবতা’

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে বিভিন্ন পক্ষ। তবে, এর মাঝেও আশার আলো ছড়িয়েছেন স্থানীয় কয়েকজন মুসলিম যুবক। তাদেরই একজন সাজ্জাদ আহমেদ বাট।

তিনি কাশ্মীরের শাল বিক্রেতা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপকালে সাজ্জাদ আহমেদ বলেন, ‘‘আমার কাছে ধর্মের আগে মানবিকতা, মানবতা।’'

তিনি বলেন, ‘‘পহেলগাঁও পনি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ ওয়ান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ঘটনা জানালে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছাই। আহতদের পানি খাওয়াই এবং যারা হাঁটতে পারছিলেন না তাদের কাঁধে তুলে নিয়ে আসি। তাদের অনেককে হাসপাতালে নিয়ে যাই।’’

সাজ্জাদ বলেন, ‘‘পর্যটকদের কাঁদতে দেখে আমারও চোখ ভিজেছে। কারণ এরাই আমাদের অন্নসংস্থানে সাহায্য করে। এই পর্যটকদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।’’

সূত্র: এবিপি আনন্দ