ভারতের গুজরাট থেকে আটক করা হয়েছে পাঁচ শতাধিক বাংলাদেশিকে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চলে। সেই অভিযানেই পাঁচ শতাধিক বাংলাদেশিকে আহমেদাবাদ ও সুরাট থেকে আটক করা হয়।
অভিযানে শুধু আহমেদাবাদ থেকেই ৪০০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সুরাট থেকে এক শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সুরাট পুলিশ জানিয়েছে, আপাতত অভিযুক্তদের সুরাট পুলিশ হেডকোয়ার্টারে রাখা হয়েছে। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।