আন্তর্জাতিক

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলনে কথা বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘন্টা ধরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। তার অফিস দাবি করেছে, এটি ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে। রবিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৪৬ বছর বয়সী মুইজ্জু স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ম্যারাথন সংবাদ সম্মেলন শুরু করেন এবং এটি ১৪ ঘন্টা ৫৪ মিনিট ধরে চলে। প্রার্থনার জন্য কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, “সম্মেলনটি মধ্যরাত পেরিয়েও চলেছিল- একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড- যেখানে প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন।”

২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের জাতীয় রেকর্ড সংস্থা দাবি করে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১৪ ঘন্টার সংবাদ সম্মেলন বেলারুশিয়ান শক্তিশালী আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত রেকর্ড ভেঙে দিয়েছে।

মুইজ্জু যেদিন সংবাদ সম্মেলন করেন সেদিন ছিল বিশ্ব সংবাদমাধ্যম মুক্ত দিবস। একই সংবাদ সম্মেলনে তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন।

প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “তিনি সমাজে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেছেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।”

দীর্ঘ অধিবেশন চলাকালে মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের প্রশ্নের উত্তরও দেন।