ভারতের আগ্রাসী পদক্ষেপ ও প্ররোচনার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করবে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে, এই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের উত্তেজনা বেড়েই চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ‘কার্যকরী স্বাধীনতা’ প্রদান করেছেন। অপরদিকে, নয়াদিল্লির যেকোনো দুঃসাহসিক কাজের ‘দ্রুত’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাকপররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান ভারতের আক্রমণাত্মক কর্মকাণ্ড, উস্কানি ও উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করবে। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার জন্য ভারতের অবৈধ পদক্ষেপের কথা পাকিস্তান বিশেষভাবে তুলে ধরবে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান স্পষ্ট করবে যে নয়াদিল্লির আগ্রাসী পদক্ষেপ কীভাবে এই অঞ্চলে “শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক তথ্য উপস্থাপনের জন্য পাকিস্তানের প্রচেষ্টার অংশ।”