চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি নদীতে প্রবল বাতাসের কারণে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে কমপক্ষে ৯ জন নিহত এবং ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার গুইঝৌয়ের কিয়ানজি শহরে হঠাৎ প্রবল বাতাসের কারণে নৌকাগুলো নদীতে ডুবে যায়, যার ফলে ৮৪ জন পানিতে পড়ে যায়। তবে একজন ছাড়া সকলকে উদ্ধার করা হয়েছে।
চীন যখন সপ্তাহব্যাপী মে দিবসের ছুটির শেষ প্রান্ত উদযাপন করছে, যা ভ্রমণের জন্য একটি শীর্ষ মৌসুম, তখন এই ঘটনাটি ঘটলো।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদেশিক কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দেন। তল্লাশি ও উদ্ধারকাজে প্রায় ৫০০ উদ্ধারকর্মী নিয়োগ করা হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট শি উল্লেখ করেছেন যে, সম্প্রতি আরো কিছু দুর্ঘটনা ঘটেছে এবং তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
চীনের কর্তৃপক্ষকে পর্যটন মৌসুমে জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যও বলা হয়েছে।
রবিবারের ঘটনাটি চীনের হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা একটি বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কা খেয়ে ১১ জন নিহত হওয়ার মাত্র দুই মাস পর ঘটলো।
পূর্বাঞ্চলীয় শহর সুঝোতে সপ্তাহান্তে আরেকটি দুর্ঘটনা ঘটে, যেখানে একটি দর্শনীয় স্থান পরিদর্শনকারী হেলিকপ্টার একটি নতুন খোলা পার্কে বিধ্বস্ত হয়, যার ফলে একজন নিহত এবং ৪ জন আহত হয়।