পোপ নির্বাচিত হওয়ার পরে প্রথমবার ভাষণ দিয়েছেন রবার্ট ফ্রান্সিস। শুক্রবার তিনি ভ্যাটিকানে পোপের সরকারি বাসভবনে কার্ডিনালদের সামনে এ ভাষণ দেন।
বৃহস্পতিবার রবার্ট ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি‘পোপ লিও চতুর্দশ’ নামে অভিষিক্ত হয়েছেন।
নতুন পোপ সমবেত কার্ডিনালদের বলেচেন, তিনি বিশ্বাস করেন যে ক্যাথলিক চার্চের বিশ্বাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “একসঙ্গে চলার জন্য আপনাদের প্রত্যেকের উপর আমি নির্ভর করতে পারি।”
তিনি বলেন, তার নির্বাচন চার্চকে ‘এই পৃথিবীর অন্ধকার রাতে’ আলো আনতে সাহায্য করবে।
নতুন পোপ চার্চকে যেখানে ‘বিশ্বাসের অভাব’ রয়েছে সেখানে এবং যেখানে ‘প্রযুক্তি, অর্থ, সাফল্য, ক্ষমতা বা আনন্দ’কে অগ্রাধিকার দেওয়া হয় সেখানে আরো কাজ করার আহ্বান জানিয়েছেন।
পোপ লিও বলেছেন, “একটি বিশেষ উপায়ে, ঈশ্বর আমাকে প্রেরিত রাজপুত্রদের উত্তরসূরী হিসেবে আপনাদের নির্বাচনের মাধ্যমে ডেকেছেন এবং এই সম্পদ আমার উপর অর্পণ করেছেন যাতে, তার সাহায্যে, আমি গির্জার সমগ্র রহস্যময় দেহের বিশ্বস্ত প্রশাসক হতে পারি। তিনি তা করেছেন যাতে তিনি সম্পূর্ণরূপে পাহাড়ের উপর অবস্থিত একটি শহরে চিরদিন থাকতে পারেন, ইতিহাসের জলের মধ্য দিয়ে চলাচলকারী পরিত্রাণের একটি জাহাজ হওয়া যায় এবং এই পৃথিবীর অন্ধকার রাতগুলোকে আলোকিত করে এমন একটি আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।”