আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের গভীরে দেইর আল-জাহরানি শহরে শনিবার (৩১ সেপ্টেম্বর) এই হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর চীনের বার্তা সংস্থা সিনহুয়ার।

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিহত ওই কমান্ডারের নাম মোহাম্মদ আলী জাম্মুল।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার ভোরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় মোহাম্মদ আলী জাম্মুল নিহত হোন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী জাম্মুল অন্যান্য দিনের মতো শনিবার ভোরে নিজ শহরের মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন, ঠিক সেই সময় ড্রোনটি তার গাড়িতে হামলা চালায়। এতে তাৎক্ষণিকভাবে তিনি নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে, জাম্মুল হিজবুল্লাহর রকেট ইউনিটের স্থানীয় কমান্ডার ছিলেন। তিনি এর আগে ইসরায়েলি নাগরিক ও আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে রকেট হামলা এবং সম্প্রতি এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিলেন।

হিজবুল্লাহ এ ঘটনায় শোক প্রকাশ করে একটি বিবৃতি জারি করে বলেছে, জাম্মুল ‘জেরুজালেমের পথে শহিদ হয়েছেন।’ 

এদিকে, লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ‘প্রকৌশলিক জরিপ অভিযান’ এবং ইসরায়েলি চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রেখেছে।

শনিবার এক বিবৃতিতে লেবাননের সামরিক বাহিনী বলেছে, “শুক্রবার একটি অভিযানের সময় তাদের বিশেষায়িত সামরিক ইউনিট দক্ষিণ-পূর্ব লেবাননের ব্লিদা-মারজায়ুন গ্রামের কাছে বির চৌইব এলাকায় একটি গোপন ইসরায়েলি নজরদারি ডিভাইস আবিষ্কার করেছে এবং সেটি ধ্বংস করেছে। এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর মাটি দিয়ে তৈরি ১৩টি বাঁধও অপসারণ করা হয়েছে।”

২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যা গাজায় যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধ করে দেয়। তবে অস্ত্রবিরতির মাঝেও ইসরায়েল মাঝে মাঝেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, এ ধরনের ঘটনা অস্ত্রবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।