আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাগার, দুই শতাধিক কয়েদির পলায়ন

পাকিস্তানের করাচির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর একটি কারাগার থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, গতকাল সোমবার (২ জুন) রাতে মালির কারাগারের একটি ক্ষতিগ্রস্ত দেয়াল ভেঙে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে। রবিবার ওই এলাকায় একাধিক কম তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছিল। 

মুরাদ আলী শাহ করাচিতে সাংবাদিকদের বলেন, “আফটারশকের কারণে কয়েদিদের ব্যারাক থেকে বের করে আনা হয়েছিল, যা ভুল সিদ্ধান্ত ছিল।”

তিনি বলেন, “কয়েদিরা কারাগারের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে রাইফেলও ছিনিয়ে নেয়। এসময় গুলিতে একজন কয়েদি নিহত হন। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।”

তিনি আরো জানান, প্রায় ২১৬ জন কয়েদি পালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত ৮০ থেকে ৮২ জনকে পুনরায় আটক করা হয়েছে।

ঘটনাটিকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করে তিনি বলেন, “মালির কারাগারে ছয় হাজারেও বেশি কয়েদি রয়েছে এবং কারা প্রশাসন তাদের ব্যারাক থেকে বের করে এনেছে এবং তাদের মধ্যে কিছু কয়েদি দলে দলে পালিয়ে গেছে।”

তিনি সতর্ক করে বলেন, “পালিয়ে যাওয়া সকল বন্দীকে অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাদের সন্ত্রাসবিরোধী আইনে মামলার মুখোমুখি হতে হবে।”