ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তৃতীয় পক্ষের মধ্যস্থতা দিল্লি কখনই গ্রহণ করবে না। মঙ্গলভার মোদি ও ট্রাম্পের ৩৫ মিনিট ফোনালাপের পর বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দুই নেতার মধ্যে ফোনালাপের সময় মোদি ট্রাম্পকে ভারতের দীর্ঘদিনের অবস্থান ‘জোরালোভাবে’ জানিয়েছেন।
মে মাসে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চার দিনের সংঘর্ষের পর থেকে ট্রাম্প বারবার ‘কাশ্মীর সমস্যা’ সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
এক বিবৃতিতে বিক্রম মিশ্রি বলেছেন, “পহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার পরে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন। তারপরে দুই নেতার মধ্যে এই প্রথম কথা হল। এ কারণেই প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন।”
ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ফোনালাপের সময় “প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই গোটা ঘটনাক্রমে কোনো সময়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয় নি।”
মিশ্রি বলেন, “সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে আলোচনা ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি উভয় সেনাবাহিনীর মধ্যে প্রতিষ্ঠিত বিদ্যমান চ্যানেলের অধীনে অনুষ্ঠিত হয়েছিল।”
গত মাসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, “আমি বলেছিলাম, আমরা তোমাদের (ভারত ও পাকিস্তান) সাথে অনেক বাণিজ্য করতে যাচ্ছি। চলো এটা বন্ধ করি। যদি তোমরা এটা বন্ধ নকরো, আমরা বাণিজ্য করব। যদি তোমরা এটা বন্ধ না করো, আমরা কোনো বাণিজ্য করব না।”