ইরান ও ইসরায়েলের সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, হামলা-পাল্টা হামলায় উভয় দেশে ক্রমেই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়ছে। অবশ্য বিশ্ব অর্থনীতিতে তার ঝাঁকুনি বড় পরিসরে লাগেনি। তবে এভাবে চলতে থাকলে এই সংঘাতে বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, যাতে ভুগবে কোটি কোটি মানুষ; এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে আলজাজিরা কথা বলেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নাদের হাবিবির সঙ্গে। তিনি বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখনো বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলেনি; এটা বোঝা যায় বিশ্ব তেলের বাজার এবং আর্থিক মূলধন বাজারের প্রতিক্রিয়া থেকেই। তবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
তিনি বলেন, “গত সাত-আট দিনে একটি ভয় তৈরি হয়েছে যে, যদি এই সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে তেল সরবরাহ ব্যাহত হওয়ার মাধ্যমে তেলবাজারে আরো গুরুতর প্রভাব পড়তে পারে।”
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেলের সরবরাহ হরমুজ প্রণালি হয়ে যাতায়াত করে, যা ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করে।
হাবিবি আরো বলেন, “এখন পর্যন্ত ইরান এই অঞ্চলের কোনো স্থাপনা বা অর্থনৈতিক সম্পদকে লক্ষ্যবস্তু করার দিকেই যায়নি এবং দেখা যাচ্ছে ইসরায়েলও ইরানের অপরিশোধিত তেল রপ্তানির সক্ষমতাকে আঘাত হানতে অনিচ্ছুক।”
দুই দশে পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে এবং তাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে থাকবে না। তখন তার গভীর ঘাত-প্রতিঘাত সহ্য করতে হবে বিশ্ব অর্থনীতিকে।
১৩ জুন ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তারপর পাল্টা হামলায় নামে ইরান। উভয় দেশ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে বলে অভিযোগ তুলে দেশটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল; যেখানে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছানোর কোনো প্রমাণ তাদের কাছে নেই।
ইরাকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার আছে বলে অভিযোগে ২০০৩ সালে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যদিও তেমন কোনো অস্ত্রই ছিল না ইরাকে। এবার যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল ইরাক মডেলে ইরানে হামলা চালাচ্ছে, যার কোনো ভিত্তিই নেই।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ লিখেছে, জায়নবাদী শাসন ১৩ জুন ইরানের বিরুদ্ধে একটি উস্কানিমূলক আগ্রাসী যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার ফলে অনেক শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন।
ইরানি সামরিক বাহিনী তাত্ক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর মহাকাশ বিভাগ ২১ জুন পর্যন্ত ‘ট্রু প্রমিজ থ্রি’ (সত্য প্রতিশ্রুতি-৩) অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।