আন্তর্জাতিক

যুদ্ধ কখনোই গণতন্ত্র নিয়ে আসে না: ইরানের নোবেলজয়ী নার্গিস

ইরানি মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি তার স্বদেশ ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে আবার বার্তা দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় নার্গিস লিখেছেন, “আমি যেটা নিশ্চিতভাবে জানি, তা হলো, যুদ্ধ কখনোই গণতন্ত্র, মানবাধিকার কিংবা স্বাধীনতা নিয়ে আসে না।”

নরওয়ের পত্রিকা ক্লাসেকামপেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৩ সালের শান্তিতে নোবেলজয়ী নার্গিস বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তার সমালোচনা তিনি জারি রেখেছেন। তিনি বলেন, “নেতানিয়াহু আমাদের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে নরকের পথে নিয়ে যাচ্ছেন।”

নার্গিস মোহাম্মদি আরো বলেন, “আমি বিশ্বাস করি না যে, যুক্তরাষ্ট্রের বোমা ইরানি জনগণকে মুক্তি দিতে পারে।”

নারী অধিকার নিয়ে আন্দোলনের অগ্রণী এই কর্মী ইরানি সরকারেরও একজন খোলামেলা সমালোচক, যার ফলে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে।

১৩ জুন থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া ছাড়া ইরানে ‘রেজিম চেঞ্জ’ করাও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যের মধ্যে রয়েছে।