আন্তর্জাতিক

কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার ‘উচ্চ সতর্কতা’ জারি

কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

‘উচ্চ সতর্কতার অংশ হিসেবে’ এই বার্তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই ই-মেইল বার্তায়।

উপসাগরীয় দেশ কাতারে অবস্থিত ‘আল-উদেইদ বিমানঘাঁটি’ হলো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সম্মুখ সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

ইরানের পারমাণবিক স্থাাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইনসহ দেশে দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। ফলে সর্বত্র সতর্ক অবস্থা জারি করেছে পেন্টাগন।