আন্তর্জাতিক

নতুন আইনে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ‘যুদ্ধাপরাধ’: জাতিসংঘ

নতুন আইনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ‘যুদ্ধাপরাধ’ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রক্রিয়া চালানো হচ্ছে ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এক নির্দেশনার মাধ্যমে, যেখানে বলা হয়েছে—দক্ষিণ হেব্রনের মাসাফার ইয়াত্তা এলাকায় ফিলিস্তিনিদের দেওয়া সব নির্মাণ ও পরিকল্পনা অনুমোদন বাতিল করতে হবে, কারণ ওই এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণের জন্য প্রয়োজন। খবর আলজাজিরার। 

জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “গত কয়েক মাসে ইসরায়েল ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংস, নির্বিচার গ্রেপ্তার, মানবাধিকার কর্মীদের নির্যাতন ও চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। এর সবকিছুই মাসাফার ইয়াত্তার ফিলিস্তিনিদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য।” 

সংস্থাটি আরো জানিয়েছে, আশপাশের অবৈধ ইহুদিরা প্রতিদিন ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানি চালিয়ে যাচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধরাও এসব আক্রমণের লক্ষ্যবস্তু।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতে, এভাবে কমপক্ষে ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করার সম্ভাবনা রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুরুতর অপরাধ।