আন্তর্জাতিক

ইরানের ওপর হামলাকে ঐতিহাসিক সফলতা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের উপর মার্কিন হামলাকে ঐতিহাসিক সফলতা বলে দাবি করেছেন। বৃহস্পতিবার পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।

হেগসেথে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলার প্রভাব সম্পর্কে প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নের ব্যাপারে গণমাধ্যমের প্রচার সম্পর্কে তীব্র সমালোচনা করেছেন। শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ওয়াশিংটনের সংবাদমাধ্যমগুলো গোয়ন্দা প্রতিবেদনের বরাত দয়ে জানিয়েছিল, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলিকে ধ্বংস করেনি বরং এটি কয়েক মাস পিছিয়ে দিয়েছে।

হেগসেথ বলেন, “প্রকৃত হামলার দেড় দিন পরে এটি প্রাথমিক ছিল, অথচ তারা লিখিতভাবে স্বীকার করে যে এই ধরনের মূল্যায়ন করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সপ্তাহের প্রয়োজন।”

তিনি বলেন, “আমি আশা করি, সব কালি ছড়িয়ে পড়ার পরে আপনাদের সব সংবাদমাধ্যম মহাদেশীয় নিরাপত্তার এই ঐতিহাসিক পরিবর্তনকে সঠিকভাবে স্বীকৃতি দেবেন। অন্যান্য প্রেসিডেন্টরা যা করার চেষ্টা করেছিলেন, অন্যান্য প্রেসিডেন্টরা যে বিষয়ে কথা বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তা অর্জন করেছেন। এটি একটি বিশাল চুক্তি।”

তিনি জানান, ইসরায়েলের পারমাণবিক সংস্থা বলেছে যে মার্কিন হামলা ‘(ইরানের) সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে অকার্যকর করে তুলেছে।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ‘বিশাল ক্ষতি’ হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিকভাবে সফল আক্রমণ ছিল এবং আমেরিকান হিসেবে আমাদের এটি উদযাপন করা উচিত।”