আন্তর্জাতিক

আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন।  যাদের মধ্যে শিশু ও বেসামরিক নাগরিকও রয়েছেন।

শনিবার (২৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, একটি বিস্ফোরকভর্তি গাড়ি তাদের কনভয়ের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয়। এতে আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন শিশু আহত হয়। 

হামলার দায় এখনো কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।