আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বহু নিখোঁজ

ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অনেকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এটি জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউওয়াঙ্গি থেকে বালির পথে যাচ্ছিলো। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়।

কর্তৃপক্ষ ডুবে যাওয়ার কারণ তদন্ত করছে।

ফেরি অপারেটর স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে ফেরিচালক ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিল।

জাভা ও বালি দ্বীপপুঞ্জের মধ্যে যাতায়াতকারী স্থানীয়রা প্রায়শই ফেরি ব্যবহার করে।

প্রায় ১৭ হাজার দ্বীপের বিস্তৃত দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় সামুদ্রিক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিধিমালার মেনে না চলার প্রবণতা দেশটিতে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

এর আগে, গত মার্চ মাসে বালিতে ১৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর একজন অস্ট্রেলিয়ান নারীর মৃত্যু হয়।