আন্তর্জাতিক

গাজায় গণহত্যার প্রতিক্রিয়া দেখাতে বিশ্বকে লুলার আহ্বান

রিও ডি জেনেইরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলে বিশ্ব নেতৃবৃন্দকে তা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় রবিবার (৬ জুলাই) ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ‍লুলা বলেন, “ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না।”

ব্রাজিলের প্রেসিডেন্ট আরো বলেন, “এই সমস্যার একমাত্র সমাধান হলো ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেওয়া। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”

লুলার এই বক্তব্য ফিলিস্তিনিদের প্রতি ব্রিকস দেশগুলোর সংহতি এবং পশ্চিমা নীতির বিরোধিতা আরো স্পষ্ট করে তুলেছে।

ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের আচরণকে ‘গণহত্যার মতো অপরাধ’ বলে উল্লেখ করেছিলেন।

আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামরিক অভিযানে ৫৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।