রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আল্টিমেটাম দিয়েছে তার তোয়াক্কা করে না মস্কো। মঙ্গলবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
সোমবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, যদি ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হয় তাহলে ট্রাম্প ‘রাশিয়ার উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ’ এবং দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাশিয়া থেকে তেল কিনবে এমন অন্যান্য দেশগুলোর উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করবেন।
ট্রাম্প বলেছেন, “আমরা দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি। আমরা সম্ভবত ১০০ শতাংশ বা এরকম কিছুর কথা বলছি। আমরা সিনেট ছাড়াই, হাউস ছাড়াই দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি।”
এর প্রতিক্রিয়ায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছেন, “পরিণতির কথা ভেবে বিশ্ব কাঁপছিল। যুদ্ধবাজ ইউরোপ হতাশ হয়েছিল। রাশিয়ার কোনো পরোয়া করেনি।”