তালেবানের কাছ থেকে পালিয়ে আসা হাজার হাজার আফগানকে স্থানান্তরের একটি গোপন ব্রিটিশ পরিকল্পনা ফাঁস হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সামারিক বাহিনীর পক্ষে কাজ করেছে এমন হাজার হাজার আফগান তালেবান আফগানিস্তান দখলের পর যুক্তরাজ্যে চলে যাওয়ার জন্য আবেদন করেছিল। এই ব্যক্তিদের যুক্তরাজ্যে নিয়ে আসার জন্য আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পলিসি (আরাপ) নামের একটি প্রকল্প শুরু করে যুক্তরাজ্য। এই প্রকল্পে আবেদনকারী প্রায় ১৯ হাজার আফগানের ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি ডেটাসেট ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘ভুলবশত’ প্রকাশ করে একজন ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তা। এর এক বছরেরও বেশি সময় পরে তথ্য ফাঁসের বিষয়টি জানতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কারণ ডেটাসেটের কিছু অংশ ২০২৩ সালের আগস্টে বেনামে একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছিল। সাংবাদিকরা ওই সময় এই তালিকা প্রকাশ করতে চাইলে আদালত তাতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরপরই ২০২৪ সালের এপ্রিলে একটি গোপন আফগান পুনর্বাসন প্রকল্প - আফগানিস্তান রেসপন্স রুট - তৈরি করে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে বলে মনে করা হচ্ছে, যা সম্পন্ন হওয়ার পরে প্রাক্কলিত ব্যয় প্রায় ৮৫০ মিলিয়ন পাউন্ড হবে।
মঙ্গলবার হাইকোর্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর ফলে সরকারের ওই গোপন পরিকল্পনা এবং যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করা আফগানদের নাম প্রকাশ করতে পারবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।
২০২২ সালে তালিকা ফাঁস হওয়ার পরে কতজন আফগান নিহত হয়েছে কিংবা কতজন তালেবানের হাতে আটক হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর।