আন্তর্জাতিক

পাঞ্জাবে ধর্মগ্রন্থ অবমাননা করলে যাবজ্জীবন কারাবাস

ধর্মগ্রন্থের অবমাননার দায়ে যাবজ্জীবন কারাবাস পর্যন্ত সাজার বিধান রেখে নতুন একটি বিলে অনুমোদন দিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভা। গত সোমবার (১৪ জুলাই) ‘পাঞ্জাব প্রিভেনশন অব অফেন্সেস এগেনস্ট হোলি স্ক্রিপচারস বিল ২০২৫’ অনুমোদন পেয়েছে।

গুরু গ্রন্থসাহিব, শ্রীমদ্ভাগবদগীতা, বাইবেল, আল-কোরআন ও পবিত্র বলে বিবেচিত অন্য ধর্মগ্রন্থের অবমাননার ক্ষেত্রে আইনটি কার্যকর হবে। এমন অপরাধে এই আইনে কমপক্ষে দশ বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই সংক্রান্ত অপরাধের চেষ্টার জন্য তিন থেকে পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। 

সোমবার পাঞ্জাব বিধানসভার এক বিশেষ অধিবেশনে ‘পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা প্রতিরোধ বিল, ২০২৫’ নামে নতুন বিলটির প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই বিলেই এই শাস্তির কথা বলা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বিধানসভায় পাস হলেই প্রস্তাবিত এই বিল আইন হওয়ার দিকে আরো এক কদম এগিয়ে যাবে। ধর্মগ্রন্থ অবমাননা সংক্রান্ত এমন কঠোর আইন ভারতে বিরল। ফলে এমন আইনের প্রস্তাব নিয়ে দেশজুড়ে উত্তাপ ছড়িয়েছে। 

মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বিল অনুযায়ী- 

* ধর্মগ্রন্থ অবমাননার সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে যাবজ্জীবন কারাবাস।

* এই ধরনের অপরাধের চেষ্টা করলেই ৩ থেকে ৫ বছরের জেল।

* এই ধরনের অপরাধে সহায়তা করলেও তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে।

* এই ধরনের মামলার শুনানির জন্যে গঠন করা হবে বিশেষ আদালত।

* ধর্মগ্রন্থ অবমাননায় দোষী সাব্যস্ত হলে প্যারোল বা জামিনও মিলবে না।

পাঞ্জাবে সম্প্রতি গুরু গ্রন্থ সাহিব-সহ বিভিন্ন ধর্মগ্রন্থ অবমাননার একাধিক ঘটনা ঘটেছে বলে দাবি পাঞ্জাবের আপ সরকারের। এর ফলে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগে। সমাজে উত্তেজনা তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়। এর মোকাবিলা করতেই এই নতুন ধর্মগ্রন্থ বিল আনা হয়েছে বলে জানিয়েছে আম আদমি পার্টির (আপ) সরকার।

আপ সরকার আরো জানিয়েছে, বিধানসভায় এই বিল পেশের আগে সব ধর্মের মানুষের সঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারের একজন মুখপাত্র বলেছেন, “নতুন আইন পাঞ্জাবে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সৌহার্দ্য আরো জোরদার করবে। একইসঙ্গে সমাজবিরোধী ও দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেবে।”

এই বিল নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা তথা পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। বিশেষ অধিবেশনের শেষ দিনে এই বিলের উপরে আলোচনার জন্যে স্পিকার কুলতার সিং সন্দওয়ানকে অনুরোধ জানিয়েছেন তিনি।