রাজধানী দামেস্কে অবস্থিত সিরিয়ার সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলা চালানো হয়েছে বলে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
ইসরায়েলি বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ আগে (ইসরায়েলি সামরিক বাহিনী) দামেস্ক এলাকায় অবস্থিত সিরিয়ার সরকারের সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে।”
দক্ষিণ সিরিয়ার শহর সুইদাতে সংঘর্ষ অব্যাহত থাকার সময় এই হামলা চালানো হয়। সরকারি বাহিনী এবং দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সাথে সাথে এই হামলা চালানো হয়।
ইসরায়েলের মতে, তারা দ্রুজদের রক্ষা করার জন্য কাজ করছে।
দশম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা হিসেবে দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের সূচনা হয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ দ্রুজের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। অন্যান্য দ্রুজদের বেশিরভাগই লেবানন এবং ইসরায়েলে বাস করে, যার মধ্যে গোলান হাইটসও রয়েছে।
এর আগে, সিরিয়ার সরকার স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় তাদের ক্ষমতা বিস্তারের জন্য ইসলামপন্থী কর্তৃপক্ষের প্রচেষ্টায় সুইদা শহরে তাদের বাহিনী মোতায়েন করেছিল। এটি দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহর।