ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় এই বিমান সংস্থার একটি ফ্লাইট। আজ সোমবার সকালে ভারী বৃষ্টির কারণে ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে।
তবে এবার যাত্রীদের সঙ্গে কোনো অঘটনা ঘটেনি। সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কোচি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ভারী বৃষ্টির কারণে রানওয়ে ভেজা ছিল, যার ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। এই ঘটনায় বিমানের চাকা এবং একটি ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রানওয়েতেও আংশিক ক্ষতি হয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার পরপরই জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং বর্তমানে এটির কারিগরি পরীক্ষা চলছে।
এনডিটিভি জানিয়েছে, এর আগে গত ১২ জুন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার ১৭১, এই ড্রিমলাইনার ভেঙে পড়েছিল আমদাবাদে। বিমানের ভিতরে ছিলেন মোট ১৪২ জন। তাদের মধ্যে ১৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন। এই ১৪২ জনের মধ্যে মাত্র ১ জন বেঁচে ফিরেছেন। বাকি সবারই মৃত্যু হয়েছে। আমদাবাদের সিভিল হাসপাতালের একটি হোস্টেলের ওপর ভেঙে পড়েছিল বিমানটি। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। আজ ফের অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান।