গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী। রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জর্ডানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, রয়েল জর্ডানিয়ান বিমান বাহিনী গাজায় ‘২৫ টন খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক সরবরাহ’ ফেলার জন্য সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুটি জর্ডানিয়ান সি-১৩০ বিমান এবং সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান এই অভিযান চালিয়েছে। বিমানগুলো গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে ত্রাণ ফেলেছে।
এদিকে, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম জানিয়েছে, গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ জনগণের চাহিদার জন্য সম্পূর্ণ অপর্যাপ্ত। তাই ইসরায়েলি বোমাবর্ষণ এবং আংশিক ত্রাণ অবরোধের ফলে বিধ্বস্ত অঞ্চলে পূর্ণ মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অবিলম্বে সমস্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য অক্সফামের নীতি প্রধান বুশরা খালিদী বলেছেন, “বিমান থেকে ভয়াবহভাবে ত্রাণ ফেলা এবং ট্রাকের এক ঝলক গাজায় মাসের পর মাস ধরে চলমান দুর্ভিক্ষ দূর করতে পারবে না।”