তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার জন্য ভারতের উপর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠকে চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত আসতে পারে।
তবে ওপেক প্লাস জোটের মধ্যে ১০টি দেশ রয়েছে যারা ওপেকের সদস্য নয়। এই অসদস্য তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রাশিয়া এবং কাজাখস্তান রয়েছে।
বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদনকারী এই জোট তেলের দামকে সমর্থন করার জন্য বেশ কয়েক বছর ধরে উৎপাদন কমিয়ে আসছিল। বাজারের অংশীদারিত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি বছর তারা পথ পরিবর্তন করেছে। তেল উৎপাদন বাড়াতে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে তারা এই পথ পরিবর্তন করেছে।
আটটি ওপেক প্লাস সদস্য এপ্রিল মাসে উৎপাদন বৃদ্ধি শুরু করে। এর ফলে জোটের তেল উৎপাদন দৈনিক ১ লাখ ৩৮ হাজার ব্যারেল বৃদ্ধি পায়, এরপর মে, জুন এবং জুলাই মাসে ৪ লাখ ১১ হাজার ব্যারেল এবং আগস্টে ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল বৃদ্ধি পায়।
অবশ্য এরপরেও তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে সর্বনিম্ন ৫৮ ডলারের কাছাকাছি ছিল।