ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহুর সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী সমগ্র ছিটমহলজুড়ে তার অভিযান সম্প্রসারণ করবে। এসব এলাকার মধ্যে হামাসের হাতে থাকা জিম্মিদের রাখা এলাকাগুলোও রয়েছে বলে দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ এবং ওয়াইনেট জানিয়েছে।
চ্যানেল ১২ এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা নেতানিয়াহুর কার্যালয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ওই কর্মকর্তা বলেছেন, “সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না এবং আমরাও আত্মসমর্পণ করব না। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে।”
নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে আল জাজিরার মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
নেতানিয়াহু মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ‘গাজা উপত্যকা বিজয়কে’ সমর্থন করার আহ্বান জানাবেন বলে বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র নিশ্চিত করেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট নেতানিয়াহুর ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, “মৃত্যুদণ্ড কার্যকর - আমরা পূর্ণ বিজয়ের জন্য যাচ্ছি। যদি চিফ অফ স্টাফ একমত না হন - তাহলে তার পদত্যাগ করা উচিত।”