আন্তর্জাতিক

জমি ছাড়ব না, যুদ্ধ শেষ করতে হবে রাশিয়াকেই: জেলেনস্কি

আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময়সূচি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেন জমি ছাড়বে না এবং এই যুদ্ধ রাশিয়াকেই শেষ করতে হবে। 

শনিবার (৯ আগস্ট) জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাশিয়াকে ‘তার করা কাজের জন্য পুরস্কৃত করবে না’ এবং কোনো দখলকৃত জমি ছেড়ে দেবে না। খবর বিবিসির। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পৃথক বিবৃতিতে তিনি বলেন, “এই যুদ্ধের শেষ হওয়া দরকার—এবং তা শেষ করতে হবে রাশিয়াকেই। রাশিয়াই যুদ্ধ শুরু করেছে এবং তা দীর্ঘায়িত করছে, সব সময়সীমা উপেক্ষা করছে। সমস্যাটা এখানেই, অন্য কোথাও নয়।” 

তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যেকোনো সমাধান হবে ‘শান্তির বিরুদ্ধে সমাধান’। 

আলাস্কায় আয়োজিত ট্রাম্প-পুতিন বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “এই সম্মেলন যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে হচ্ছে, কিন্তু এই যুদ্ধ আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে চলছে। এটা আমাদের ছাড়া, ইউক্রেন ছাড়া শেষ হতে পারে না।” 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। 

বৈঠকের সময়সূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়তে হতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়া ধরে রাখতে পারে, তবে খেরসন ও জাপোরিঝঝিয়ার মতো আংশিক দখলে থাকা অঞ্চলও ছাড়তে হতে পারে।