ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক বৈঠকে বসতে রাজি আছেন। তবে বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।
সোমবার (১৯ আগস্ট) জেলেনস্কি বলেন, “মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর আমরা নিশ্চিত করেছি যে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলতে থাকবে।” খবর বিবিসির।
তিনি আরো জানান, ত্রিপাক্ষিক বৈঠকের জন্য তারা প্রস্তুত।
তবে যদি রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেয়, “তাহলে আমরা ফলাফল দেখব।” বলেন তিনি।
জেলেনস্কি জোর দিয়ে বলেন, “ইউক্রেন শান্তির পথে কখনোই থামবে না।”