আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নামাজের সময় এলোপাতাড়ি গুলি, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরবেলায় মালুমফাশি এলাকার  মানতাউ গ্রামে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে যান। ওই সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। খবর আলজাজিরার। 

বাসিন্দারা জানিয়েছেন, ভোরে নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায় সশস্ত্র হামলাকারীরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ওই এলাকায় সীমিত জমি ও পানির ব্যবহার নিয়ে স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। চলতি বছরের জুনে উত্তর-কেন্দ্রীয় নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি নিহত হন। ওই ঘটনার পর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘রক্তপাত’ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

ওই রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।