ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
গাজা যুদ্ধের প্রভাবে ইয়েমেনে ইসরায়েলি ও হুথি জঙ্গিদের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে সরাসরি হামলা ও পাল্টা হামলার মধ্যে এই হামলাটি সর্বশেষ।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ্যবস্তুতে ছিল প্রেসিডেন্ট প্রাসাদ, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণাগার।
হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি ভূখণ্ডে ভূ-পৃষ্ঠ থেকে ভূ-পৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ইউএভি নিক্ষেপসহ ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুথি সন্ত্রাসী সরকারের বারবার হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইরান-জোটবদ্ধ হুথিরা লোহিত সাগরে জাহাজগুলোতে আক্রমণ করেছে। একে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের কাজ বলে বর্ণনা করে।