গাজা যুদ্ধকে একটি ক্রমবর্ধমান গণহত্যা হিসেবে স্পষ্টভাবে বর্ণনা করতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার (ওএইচসিএইচআর) ভলকার টার্ককে চিঠি দিয়েছেন তার অফিসের শত শত কর্মী।
বুধবার টার্কের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কর্মীরা মনে করেন যে গাজায় প্রায় দুই বছরের ইসরায়েল-হামাস যুদ্ধে নথিভুক্ত মানবাধিকার লঙ্ঘনের মাত্রা, পরিধি ও প্রকৃতি গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে।
৫০০ জনেরও বেশি কর্মীর পক্ষে স্টাফ কমিটির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “গণহত্যার নিন্দা করার জন্য ওএইচসিএইচআরের একটি শক্তিশালী আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। একটি ক্রমবর্ধমান গণহত্যার নিন্দা জানাতে ব্যর্থতা জাতিসংঘ ও মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে।”
চিঠি প্রসঙ্গে ওএইচসিএইচআর এর মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, “গাজার পরিস্থিতি আমাদের সবার মূলকে নাড়িয়ে দিয়েছে।”
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল এর আগে গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় প্রায় ৬৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। চলতি মাসে জাতিসংঘের আওতাধীন একটি সংস্থা তাদের প্রতিবেদনে প্রথমবারের মতো গাজায় দুর্ভিক্ষের উপস্থিতি ঘোষণা করেছে।
গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বারবার নিন্দা জানিয়েছেন ভলকার টার্ক।
চিঠির প্রতিক্রিায় টার্ক কর্মীদের উদ্দেশে বলেছেন, “আমি জানি আমরা যে ভয়াবহতা প্রত্যক্ষ করছি তাতে আমরা সকলেই নৈতিক ক্ষোভের অনুভূতি শেয়ার করে নিচ্ছি, সেইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পরিস্থিতির অবসান ঘটাতে অক্ষমতার মুখে হতাশাও প্রকাশ করছি।”