“মোদিজি সারাক্ষণ দুর্নীতি বলে চিৎকার করেন। অথচ সারাদেশে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে দুর্নীতি-সন্ত্রাস-গুজরাট মডেলই আসল চিত্র। আমরা বাংলায় মানুষকে প্রকৃত সামাজিক নিরাপত্তা দিতে কাজ করি, আর ওরা মানুষের অধিকার কেড়ে নেয়।” সংবিধান সংশোধনী বিল বা এসআইআর বিতর্কের আবহে আবারো মোদি সরকারকে দুর্নীতি ও সাংবিধানিক অধিকার ইস্যুতে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতার মেয়ো রোডে মমতার দল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে তৃণমূলনেত্রী বিজেপি নেতা অমিত শাহকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানান।
মমতা বলেন, “আপনারা পরিবারতন্ত্র করেন না ! আপনার ছেলে তো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ৷ রাজনীতি থেকে আয় নেই, আর ক্রিকেটের বিশ্ব সংস্থা থেকে হাজার হাজার কোটি কোটি আয় ৷ রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই, তবুও রাজনীতির সর্বত্র আপনার পরিবারের ছড়াছড়ি। ললিপপ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছেন। আমরা কিন্তু অধিকার দিই, ললিপপ নয়।”
তিনি বলেন, “আমাদের কাছেও ফান্ডা আছে। যেমন আমাদের কাছে লক্ষীর ভান্ডার আছে, তেমনই দুর্নীতির ভান্ডারের ফাইলও আছে। দরকার হলে সব ফাঁস করে দেব।”
তৃণমূল নেত্রীর অভিযোগ এসআইআরের নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে।
তিনি বলেন, “এনআরসি করে ভোটারের নাম কাটার চেষ্টা হচ্ছে। আমার জীবন থাকতে একজনেরও ভোটাধিকার কাড়তে দেব না।”
এসময় ছাত্রদের সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, “আমি সবাইকে বলছি — নিজের ভোটার লিস্ট দেখে নেবেন। আধার কার্ডটা করে রাখবেন, কারণ ওরা অন্যের ডিটেলস নিয়ে গিয়ে ভোট কেটে দিতে পারে।”
ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গও এদিন তোলেন মমতা।
তিনি বলেন, “আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরীব মানুষগুলোর উপর অত্যাচার করেন। গরীব মানুষ আমার হৃদয়, তাদের ভালোবাসি। আমি জাত-পাত মানি না।”