বছরের পর বছর ধরে চলা উত্তেজনার পর এখন নিজেদের মধ্যে বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত ও চীন। রবিবার বন্দর নগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বার্তা দিয়েছেন।
সাত বছরের মধ্যে এটি মোদির প্রথমবারের মতো চীন সফর।
শি মোদীকে বলেছিলেন, চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত, অন্যদিকে মোদি বলেছেন, তাদের মধ্যে এখন ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ রয়েছে।
চীনের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিয়ে মোদি বলেন, “আমাদের পারস্পরিক সংহতির উপর ভারত ও চীনের ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এতে সারা পৃথিবীর কল্যাণ হবে। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।”
মোদিকে স্বাগত জানিয়ে জিনপিংও পারস্পরিক সমন্বয়ের বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, “চীন ও ভারত সবচেয়ে সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা বিশ্বের দু’টি সবচেয়ে জনবহুল দেশ। আমাদের বন্ধুত্ব, প্রতিবেশী হিসাবে একে অপরের পাশে থাকা জরুরি। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার।”
তিনি আরো বলেছেন, “কূটনৈতিক ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। বহুত্ববাদ, বহুকেন্দ্রিক বিশ্ব এবং গণতন্ত্রকে জাগ্রত করে আমাদের শান্তি, সংহতির জন্য একসঙ্গে কাজ করতে হবে।”